top

মোবাইল ফোনের সমস্যা ও সমাধান বিষয়ক ডিসকাসন

মোবাইল ফোন নিয়ে অনেকেই অনেক সমস্যার মুখমুখি হোন এবং তার কারনে আমাদের দৌড়াতে হয় সার্ভিস সেন্টার গুলোতে। বিনিময়ে বেশ কিছু টাকা গচ্চা দিতে হয় এবং মোবাইল সার্ভিস সেন্টার গুলোর সেবার মান নিয়ে সবাই কমবেশী ভুক্তভোগী হয়েছেন। কিন্তু একটু চেষ্টা করলেই ঘরে বসে অনেক কমন সমস্যাগুলোর সমাধান নিজেই করে নিতে পরবেন। তাই  অনেকদিন ধরে ভাবছিলাম মোবাইলফোন সমস্যাগুলোর সহজ উপায়ে সমাধান নিয়ে একটি আলাদা ডিসকাসন ফোরাম ‍খুলবো কিন্তু নানান কাজের ব্যস্ততার কারনে তা হয়ে উঠেনি।  বর্তমানে বেশ কিছুদিন অবসর জীবন কাটাতে হবে (এক্সিডেন্ট এর কারনে) তাই ঠিক করলাম ফোরামের সব বন্ধুদের নিয়ে নিজেদের মোবাইল ফোনগুলোর সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করি। আমার অভিগ্যতা থেকে যতটুকু পারবো সমাধান দেয়ার চেষ্টা করবো। আসুন শুরু করা যাক.. সমস্যা কয় প্রকার ? সমস্যা সাধারনত ২ কারনে হয় ১. হার্ডওয়ার ২. সফটওয়ার এখানে NOKIA মোবাইলের সমস্যাগুলো আলোচনা করা হল * হার্ডওয়ার সমস্যা সাধারনত মাদারবোর্ডের কোন কম্পোনেন্ট নষ্ট হওয়াকে বুঝায়। যেমন: ফোন অন না হওয়া, রিংটোন বাজে না, চার্জ না নেয়া বা ব্যাটারিতে চার্জ না থাকা, ফোনে কথা না শোনা বা বললে কথা না যাওয়া, ইনসার্ট সিম কার্ড দেখানো সিম থাকা সর্তেও, নেটওয়ার্ক আপডাউন বা নো নেটওয়ার্ক, ডিসস্প্লে না আসা ও লোকাল মোড বা টেস্ট মোড শো করা। * সফটওয়ার সমস্যা সাধারনত code file corrupted হলে, PM (Permanent Memory) এ সমস্যা হলে, IMEI 1234561254321? ইত্যাদি। code এ সমস্যা হলে ফোন হ্যাং করা, ফোন ডেড হওয়া, ফাংশন ঠিকমত কাজ না করা, এ জাতীয় সমস্যা দেখা যায়। PM file এও সমস্যা হলে উপরক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে কিন্তু প্রধান যে সমস্যাটা হয় তা হল নো নেটওয়ার্ক, নেটওয়ার্ক আপডাউন। agency information corrupted বা missing হলে IMEI 1234561254321? বা ? ? ? ? ? ? ? ? ? ? ? দেখা য়ায়। এছাড়া User lock, Network lock (SP lock) ইত্যাদি Unlock করা সফটওয়ারের মাধ্যমে সম্ভব। অন্যান্য ব্র্যান্ড যেমন Samsung, SonyEricsson, Motorola, HTC, Blackberry, iPhone মোবাইল গুলোর হার্ডওয়ারের সমস্যাগুলো সাধারনত একই রকম কিন্তু সফটওয়ার প্ল্যাটফর্ম আলাদা তাই সমস্যাগুলো বিভিন্ন রকম। আশাকরি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। তাই আপনার মোবাইলের যেকোন সমস্যার কথা এখানে বলুন, আমার পক্ষে সম্ভব হলে সমাধান দেয়ার চেষ্টা করবো ইনসাল্লাহ।

Post a Comment

67 Comments

  1. ভাই আমি গ্রিসে আছি, আমার একটা লেনেবো মোবাইলে দিম সাপোর্ট করেনা, কি করলে সমাধান হবে জানাবেন প্লিজ।

    ReplyDelete
    Replies
    1. এটার বিষয়ে আপনি কোনো ভালো টেকনিশিয়ানকে দেখান। তাহলে সে আপনার সমস্যা টা ঠিক করে দিবে ইনশাল্লাহ

      Delete
  2. ভাই আমি ইমু, মেসেঞ্জারে কথা বলতে গেলে আমার কথা শুনে না কিন্তু আমি তার কথা শুনতে পাই। তার সমাধান কি? জানালে উপকৃত হবো।

    ReplyDelete
    Replies
    1. এটা আপনার মোবাইলের মাউখ স্পিকার এ সমস্যা আপনি মাউখ স্পিকার পরিবর্তন করে নেন

      Delete
    2. ভাই আমার স্কিন অটোমেটিক কাজ হয়ে যাচছে এর সমাধান কি

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. Vai ami phone dia jure song shunle phone shate shate off hoye jay. Or phn s jokon call ashe tkn rington baje that time phn a 99% charge thaka shotteo phn off hoye jay. Etar solution ki vai?

    ReplyDelete
    Replies
    1. এটা সেটের পাওয়ার আইসি প্রবলেম
      আপনি সেটের পাওয়ার আইসি টা কাস্টমার কেয়ার/কোন ভালো দোকান থেকে লাগিয়ে নেন।

      Delete
  4. Huawei set aktu puraton.net use hoto na.akon on korta samoy nay.few time blac hoya taka .Maja maja procacor sotoped. Ai rukum kisu bola.sim asa na.sound asa na.herd resat dawa jaitaca na.fail bola.akon koronio ki.dowa aktu help koran.ki koran.process system isnot responding.Do you want close it.ata bola.ki korta hoba.janaban

    ReplyDelete
  5. সেমফোনি ফোনে নেটওয়ার্ক ? দেখাচ্ছে।

    ReplyDelete
  6. ভাই আমার মোবাইলের power আসে না।charge এ দিলে আসে আবার চলে যায়।এভাবে আসা যাওয়া করে।সমস্যা কী বুঝতে পারলাম না।একটু বলেন?

    ReplyDelete
  7. iPhone 6 এ সিম কার্ড ঢুকালেও no service দেখাচ্ছে কি করবো?

    ReplyDelete
  8. ভাই সিম ঠিক ই সো করতেছে কিন্তু নো নেটওয়ার্ক দেখায়

    ReplyDelete
  9. অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ...https://emakerbd.com/mobile-tips/

    ReplyDelete
  10. mobile ar lock open hocce na. restart ba off hocca na touch o kaj korsa na

    ReplyDelete
  11. amr phn ta power button e halka press korle screen asena.r jore press korle screen on hoy taw onk time por taw majhe majhe hoyna.kew phn korle 3 4 ring er por screen on hoy.problem ta ki?

    ReplyDelete
  12. Bro amar Phone onk hang hoye gese..
    Age pupg kheltam somoi akto o leg ba hang করত na Arramsey kheltey partam..
    Kinto akhon onk prb hoitase...
    Ki kortam vai.
    Honor 7X, (Huwawi)

    ReplyDelete
  13. Bro amar Phone onk hang hoye gese..
    Age pupg kheltam somoi akto o leg ba hang করত na Arramsey kheltey partam..
    Kinto akhon onk prb hoitase...
    Ki kortam vai.
    Honor 7X, (Huwawi)

    ReplyDelete
  14. আমার redmi note 5A ফোনটায় হেডফোন ডুকালেই গান আপনা আপনি চালু হয় অফ হয় চেইঞ্জ হয় আর গুগল চালু হয়ে যায়, হেড ফোন ডুকালেই এই সমস্যা টা হয়

    ReplyDelete
    Replies
    1. ইদানিং সময়ে ব্র্যান্ডের কিছু ফোনে এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এটার জন্য কোম্পানীকে জানালে ভালো হয়

      Delete
  15. ভাই স্যামসং মোবাইলে শেয়ার ইটে ভিডিও পাওয়ার পর ভিডিওর থামবনেইল আসে কিন্তু ভিডিও চলে না।ভিডিওর সময় অতিক্রম করে ও তার সাথে সঠিক ভয়েসও আসে।

    ReplyDelete
  16. ভাই আমার nokia ফোনের ভিতরে সিম আছে কিন্তু সিম ইনসার্ট দেখাচ্ছে। এছাড়া সিমের সব ফাংশনগুলো বন্ধ।

    ReplyDelete
  17. টাস আপনাআপনি কাজ হচছে কেন টেনশনে আছী হেল্প চাাই

    ReplyDelete
  18. ভাই, আমার প্রথম মোবাইল থেকে সিম খুলে নেওয়ার পর দ্বিতীয় মোবাইলে সেটিং করলে দুটি মোবাইলে কল আসে। যদি প্রথমটি বন্ধ থাকে তাহলে দ্বিতীয় টিতে আসে আর দ্বিতীয়টি বন্ধ থাকলে প্রথমটিতে আসে।সিম নেই অথচ কল আসে সেটা কিভাবে বন্ধ করা সম্ভব।জানা উপকৃত হব।

    ReplyDelete
  19. নোকিয়া ২৩০, সিম লাগালে নেটওয়ার্ক আসেনা।

    ReplyDelete
    Replies
    1. নেটওয়ার্ক আইসি দুর্বল, 100 টাকা লাগতে পারে আপনি কোন ভালো মেকার দেখান

      Delete
    2. আমার কল আসলে কথা শোনা যাচ্চে না,,কথা অন্য কেউ শুনতে পারছে না।।।

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Free solution 420 অসংখ্য ধন্যবাদ মোবাইল সমস্যা বিষয় সহজভাবে সমাধান দেওয়ার জন্য।
    প্রযুক্তি বিষয়ে আরও জানতে
    https://projuktibangla2.blogspot.com/
    এখান থেকে ঘুরে আসুন

    ReplyDelete
  22. ভাই আমার ফোনের পাওয়ার অফ থাকার সময় কেও যদি ফোন দেয় শুদু আওয়াজ হয় কিন্তু দিস্পলে তে আসেনা পরে লুক খুল্লেই দেখা যায় আমায় কেও ফোন দিয়েছিল,,,,,mi a3

    ReplyDelete
  23. Bro, amar phone majhe modhe automatically alo on off & lock lege jay? Phone (redmi s2) help me pls bro

    ReplyDelete
  24. ফোনে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কথা বলার সময় কথা কাটা আসে

    ReplyDelete
  25. আমার নকিয়া ২ তে নেট স্পীড কমে গেছে! এর থেকে বাঁচতে কি করনীয়?

    ReplyDelete
  26. আমার ফোন রিয়েলমি ২ প্রো। রাতেও স্ক্রিনশট নিতে পেরেছি। সকাল বেলা উঠে আর স্কিনশট নেয়া যাচ্ছে না। কি করে রিকোভার করব???

    ReplyDelete
    Replies
    1. আপনি ইউটিউব দেখে Restore দেয়া শিখে নেন

      Delete
  27. আচ্ছা ভাই ক্যামেরা নষ্ট মানে কিচ্ছু দেখা যায় না হ্যা ক্যামেরা খারাপ হলে হতে পারে কিন্তু এটা কি মাদারবোর্ডের কারণেও কি হতে পারে? একটা পুরাতন ফোন কিনবো তো তাই বলছিলাম সে বলছে ঠিক করা যাবে এখন ফোন কেনা হলে তো তাকে আর পাওয়া যাবে যদি এটা মাদারবোর্ডের সমস্যা হয় তাহলে তো ঝামেলা

    ReplyDelete
    Replies
    1. অল্প টাকার মধ্যে হলে ঠিক করে নেন। আর যদি ফোনটা অনেক পুরাতন হয় তাহলে ঠিক করার আর দরকার নাই

      Delete
  28. redmi s2 id lock কিভাবে খুলবো plz help me.

    ReplyDelete
    Replies
    1. ভাই সফটওয়ার আনলকার বক্স দিয়ে খুলতে হবে ভাই। নতুন কারো Firmware ডাউনলোড করে আপনাকে পুনরায় ফ্ল্যাশ করে নিতে হবে।

      Delete
  29. ভাই samsung note edge সোসিয়াল মিডিয়াতে যেমন ইমু হুয়াটসাপ মেসেঞ্জার এ কল দিলে কথা শোনা যায় কিন্তু কারো নাম্বার এ কল দিলে উভয় পক্ষ কারো কথা কেও শোনেনা মানে স্পিকার অফ হয়ে থাকে কানের স্পিকার ও মাউথ স্পিকার ২ টা ই কাজ করে না কিন্তু সোসিয়াল মিডিয়া তে কল দিলে শোনা যায় সব এটার কোন সমাধান আছে থাকলে যানাবেন প্লিজ

    ReplyDelete
  30. ভাই আমার ফোনে স্পিকার না দিলে আমি কথা সুন তে পাই না যার সাথে কথা বলি সেও সুন তে পায় না

    ReplyDelete
  31. ভাই আমার বাটন মোবাইলে কেউ কল/এস এম এস দিলে আসছেনা। ব্যস্ত/ বন্ধ আছে বলছে।কিভাবে সমস্যার সমাধান করব?

    ReplyDelete
  32. ভাই আমার মোবাইলে কল আসে কিন্তু সাউন্ড হয় না কেন?

    ReplyDelete
  33. ভাইয়া আমার মোবাইলে কেউ কল দিলে রিসিভ করার পর আমার কথা সেই ব্যক্তি শুনতে পায়না না ।এই সমস্যার সমাধান কি

    ReplyDelete
  34. ভাইয়া আমার মোবাইলে কেউ কল দিলে রিসিভ করার পর আমার কথা সেই ব্যক্তি শুনতে পায়না না

    ReplyDelete
  35. সিম ঢুকালে ফোন বন্ধ হওয়ার কারণ

    ReplyDelete
  36. আসসালামুআলাইকুম ভাই আমার মোবাইল নোকিয়া২ আমার দুই নম্বর সিম আসেনা সিম দেখায়না খালি দেখায় এখন আমি কি করতে পারি

    ReplyDelete
  37. vai amar imo te sms asle kono sound hoina? ki korle sound hobe

    ReplyDelete
  38. আমি কল করে অন্যের কথা শুনতে পারতেছিস কিন্তু অন্য জন আমার কথা শুনতে পারতেছে না,কেন?

    ReplyDelete
  39. ভাই আমি ইমো, মেসেঞ্জার কথা বলতে গেলে আমার কথা শুনে না কিন্তু আমি তার কথা শুনতে পাই তার সমাধান কি জানলে উপকৃত হব। লাউড স্পিকার দিলে আমার কথা তার মোবাইলে যায় না।

    ReplyDelete
  40. আমার ফোনে গান বাজালে সাউন্ড হয় না কী করণীয়

    ReplyDelete
  41. Free fire গেমস এ আমার ভয়েস অন্যান্যরা শুনতে পায় না কিন্তু আমি শুনতে পাই ।

    ReplyDelete
  42. আমার মোবাইলে কল দিলে কল আসে না,অনেক পরে মিসডকলের মতো আসে,,এর কারন??

    ReplyDelete
  43. ভাই, সিম ঢুকালে ফোন বন্ধ হয়ে যায়। কিন্তু খুলে ফেললে বন্ধ হয় না। সমাধান কী?

    ReplyDelete
  44. ভাই রিয়েলমি ফোন e উপরে মেসেজ আসলে লক মেসেজ দেখায় ।।। এটার কোন সমাধান আছে

    ReplyDelete
  45. আমি ইমুতে কথা বলার সময় মেসেঞ্জারে কল আসলে ফোনের সাউন্ড কমে যায়, মিডিয়া এবং কলিং দুটোই,এবং গ্যালারি থেকে ভিডিও গান প্লে হয় না,ফোন বন্ধ করলে ঠিক হয়ে যায়,সমাধান জানাবেন কেউ দয়া করে।

    ReplyDelete
  46. আমার ফোনে ইনসার্ট সিম ও সাউণ্ড থাকে না,Samsung j3 phone,

    ReplyDelete
  47. সব কিছুর সাউন্ড হয়। কিন্তু মোবাইল এ কল আসলে শব্দ হয় না

    ReplyDelete
  48. আমার ফোনে এসএমএস আসলে সাউন্ড হয় না কেন বলতে পারবেন। Itel vison 1 আমার ফোন।

    ReplyDelete
  49. ভাই আমার ফোন থেকে কারোর ফোনে কল দিলে অথবা কারোর থেকে কল আসলে রিসিভ করার পর কথা বললে যে ব্যক্তি আমার সাথে কথা বলে তখন সেই ব্যক্তির কথাই তার ফোনে বার বার রিপিট হয়,,,এটার সমাধান কি???

    ReplyDelete
  50. আমার বাটন ফোনের একটা গুরুতর সমস্যা হয়েছে,, দয়া করো সমাধান চাই

    ReplyDelete

Close Menu