top

চোরের দিন শেষ,ফোন চুরি করবে তো ধরা খাবে।দেখে নিন কি ভাবে আপনার ফোন কে সুরক্ষিত রাখবেন এবং চুরি হওয়ার পর উদ্ধার করবেন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি। N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে। প্রতিটা ফোন ব্যবহারকারির সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো চোর।আমাদের দেশে প্রতিদিন হরহামেশা কতই না ফোন হারাচ্ছে আর কয়জন বা সেগুলো উদ্ধার করতে পারছি।তবে একটু ট্রিক খাটালেই আমরা কিন্তু চোর ধরতে পারি বা ফোনটা উদ্ধার করতে পারি।হ্যা তেমনি একটি অ্যাপ নিয়ে হাজির হলাম আমি।অ্যাপটি মাত্র ৩০০ কেবি সাইজের।আর আমি যে ভার্সনটা দিবো তা সম্পূর্ণ প্রিমিয়াম।
দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে এতে থাকছে নিজস্ব লকিং সিস্টেম।ভুল প্যাটান বা পিন দিলেই সাথে সাথে তার ছবি তুলে ইমেলে পাঠাবে। সিম কার্ড চেইঞ্জ করলে ইমেল এবং ফোনে সেট করা আপনার বন্ধুর নাম্বারে ম্যাছেজ যাবে। চোরের ভয়েস,ছবি,এবং লোকেশন ইমেলে সেন্ড করে। সবচেয়ে বড় সুবিধা অটোমেটিক ডাটা কানেকশন অন হয়ে যাবে চোরের অজান্তেই এবং লোকেশন সহ সকল ডিটেইল মেইলে সেন্ড হয়ে যাবে। আর চাইলেই আপনি আপনার কাছের বন্ধুর নাম্বার সেট করে রাখতে পারেন এবং চোর ফোন অফ করার সাথে সাথে ওই নাম্বারে নটিফিকেশন চলে যাবে। এছাড়াও আরো কিছু ফিচার পাবেন।চোরের দিন শেষ পার্টস খুলে বেচে খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না।
:অ্যাপ ডাউনলোড লিংক:-

Post a Comment

0 Comments

Close Menu