top

শরীরের তাপে আপনার এন্ড্রয়েড মোবাইল চার্জ হবে (কোন সফটওয়্যার ছাড়া)

বর্তমানে যত আধুনিক এন্ড্রয়েড ভার্সন বের হোক না কেন, চার্জের  প্রব্লেম কিন্তু এখনো কমেনি। কিন্তু আমি আজ আপনাদের সামনে নিয়ে এলাম  এমন একটি টিপস যাতে আপনি আপনার হাত দিয়ে আপনার  এন্ড্রয়েড মোবাইল চার্জ দিতে পারবেন। শরীরের তাপ থেকে মোবাইল চার্জ দিতে হলে তিন টি বস্তুর প্রয়োজন। ১। ইউএসবি চারজিং কেব্‌ল। ২। এক টুকরা  কাগজ। ৩। পেপার ক্লিপ। যেভাবে চার্জ দিবেন। ইউএসবি কেব্‌ল টি মোবাইল এ লাগাতে হবে। এরপর ইউএসবি কেব্‌ল এর অন্য প্রান্তে পেপার ক্লিপ ডূকিয়ে দিতে হবে। ক্লীপ এবং ইউএসবি কেব্‌ল এর মাঝে কাগজের টুকরা বসিয়ে দিতে হবে। ব্যাস শুরু হয়ে গেল আপনার মোবাইল চারজিং। ধন্যবাদ। সাথেই থাকুন।

Post a Comment

0 Comments

Close Menu