top

এবার এন্ড্রয়েডে করুন আপনার ফটোর প্রয়োজনীয় সব কাজ কম্পিউটারের মতই

এই এপটির বিষয়ে বিস্তারিত জানি। এই এপটি খুব সাধারণ এবং সহজ একটি এপ। এই এপের সাহায্যে খুব সহজে কাজ করা যায়। আসুন জানি এটা দিয়ে কি কি করা যায় ১. একটি ফটোকে বৃদ্ধ করতে পারবেন ২. ব্লোরিং এর ইফেক্ট ৩. বিভিন্ন নকশা/রেখার ইফেক্ট ৪. ব্রাইটনেস নিয়ন্ত্রণ ৫. সাদাকালো ছবি ৬. কালার ব্যালান্স ৭. মিররিং করতে পারবেন ৮. রিফ্লেকশনের অপশন ৯. কুন কাজে ভূল হলে আগের স্থানে ফিরে আসতে পারবেন। এছাড়াও আরও অনেক কাজ করতে পারবেন সময় কম তাই লিখতে পারলাম না। বাকিটা আপনি নিজেই দেখে নিন। এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন। Software Name: Photo Editor for Android.Apk

Post a Comment

0 Comments

Close Menu