নিচে আইফোনের সেরা ১০ টি গোপনীয় কোড দেওয়া হল: [*#06#] এই কোডের মাধ্যমে আপনার ফোনের আইএমইআই (IMEI) নাম্বার জানতে পারবেন। [*#21#] এই কোডের মাধ্যমে কল ফরওয়ার্ডিং (কল, ভয়েস এবং তথ্য) সম্পর্কে তথ্য জানতে পারবেন। [*#62#] এই কোডের মাধ্যমে কল ফরওয়ার্ডিং এর তথ্য জানা যাবে যদি ফোন বন্ধ বা সার্ভার কোন কারনে বন্ধ থাকে। [*#002#] এই কোডটি ব্যবহার করলে আপনার সকল কল ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে! সাবধান! [*#30#] এই কোডটির মাথ্যমে যেকোনো ফোন নাম্বার ব্লক করতে পারবেন! :D [*#31#] আপনার ফোন নাম্বার গোপন করতে পারবেন। আপনার ফোন নাম্বার আর কেও পাবেনা! [*#33#] এই কোডটির ঠিক নিদিষ্ট কোন ব্যবহার খুঁজে পাইলাম না! আপনারা যদি জানেন তাহলে জানা য়েন আমাকে! [*#43#] এই কোডটি আপনার অপেক্ষা কল যেমন: এসএমএস, ডেটা এবং সিঙ্ক ডেটা ইত্যাদি যাচাই করতে সাহায্য করবে। [*#61#] আপনাকে কে স্মরণ করেছে তা জানা যাবে। [*3001#12345#*] কোডটা মনে হয় বেশে বড় হইয়া গেছে। কিন্তু এর কাজও তো বেশি। এইটির সাহায্য আপনার আইফোনের ভেতরের সেটিংস্‌ দেখা যাবে।